বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪

হক গ্রহনের ক্ষেত্রে সার্টিফিকেট তালাশ করা একটি জাহেলিয়া

https://www.facebook.com/Islam24.news
 =========================================== ইন্নাল হামদালিল্লাহ, ওয়াস সলাতু ওয়াস সালামু আলা রসুলিহিল কারিম। উপরে কথাটি আমার নয়। এটা বলেছেন শায়খ মুহাম্মদ বিন সুলায়মান আত তামীমীর "ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ" বইয়ে। দীনের দাওয়ার ক্ষেত্রে এখন তালাশ করা হচ্ছে, আপনি মাদানি না মাক্কি? কোন মাদ্রাসায় পড়েছেন? জী মক্কী মাদানি হলেতো উত্তম। কিন্তু কেউ যদি তা না হয়, আর আল্লাহ্‌ তাকে দীনের জ্ঞান দান করেন। তবে কি তাকে দাওয়ার কাজ না চালিয়ে এলেম গোপন রাখতে হবে সার্টিফিকেট এর জন্য? দেখি আল্লাহার হুকুম কি, রসুল সঃ এর নির্দেশ কি। দাঈর সঠিক ও স্পষ্ট এলেম থাকতে হবে। হতে পারে একটি আয়াত, একটি হাদিস, তারই দাওয়াত দিতে হবে, এলেম গোপন করা হারাম। আর আমাদের আদেশ করা হয়েছে, একটা আয়াতের হলেও দাওয়াত দিতে হবে। আর সুরা আসরে আল্লাহ্‌ ক্ষতি থেকে যারা রক্ষা পাবেন তাদের ৪ টা বৈশিষ্ট্য এর মধ্যে অন্যতম হকের দাওয়াতের কথা বলেছেন। এটা না করলে অবশ্যই মানুষ ক্ষতিতে পরে যাবে। এখন মাদানি সার্টিফিকেট নেই বলে, মুসলিমরা কি দাওয়ার কাজ বন্ধ করে, এই ক্ষতিতে লিপ্ত হবে? আর দাওয়ার কাজ থেকে সাধারন মানুষকে দূরে রাখার চেষ্টা হিন্দু, ইয়াহুদি, নাসারাদের মানহাজ। তারা তাদের ধর্মের কাজ, যাজক পাদ্রীদের, পুরহিতদের হাতে কুক্ষিগত রাখে। আগে মাজহাবি মুকাল্লিদের মধ্যে এই প্রবনতা দেখা গেছে। আফসোস ইদানিং একশ্রেণীর সহি পন্থিদের মধ্যেও এই প্রবনতা দেখা দিচ্ছে। অথচ ইসলাম সার্বজনীন দীন। আল্লাহ্‌ আমাদের দীনের সঠিক জ্ঞান ও রাস্তা দান করুন। মাক্কি, মাদানি সহ সকল মুসলিমকে হকের দাওয়াতের দাঈ বানিয়ে দিন, আর ক্ষতি গ্রস্থ হওয়া থেকে রক্ষা করুন। আমিন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন