আপনি পীর মানেন। তার সব কথা ওহীর মত নির্ভুল ভাবেন। তিনি ভুল করতে পারেন এমন কথা যে বলে তাকে তিরস্কার করেন। কিংবা আপনি মাযহাব মানেন। মাযহাবের নামে যা বলা হয় সাথে সাথে তা মাথাপেতে নেন।সহীহ হাদিসের দলিলের কোন তোয়াক্কা করেন না। আপনি কি জানেন, অন্ধভাবে কাউকে অনুসরণ করার মানে তাকে রব হিসেবে ধার্য্য করা? কাউকে অন্ধভাবে মানার অর্থ তাকে রব হিসেবে মিনে নিলেন -- এমন কথা কে বলেছেন জানেন? ? মহান আল্লাহ সুরা তাওবাতে এ কথা বলেছেন। আপনার পীর সাহেব বা ইমাম ভুল করতে পারেন। এটা কার ঘোষণা তাকি জানেন ? মহানবী সা. এই ঘোষণা দিয়েছেন। ইমাম আবু হানিফা সহ সব ইমাম সহি হাদিস মানার জন্য আদেশ করেছেন। এরপরও আপনি অন্ধ অনুসরণ করার পক্ষে যুক্তি পেশ করতে চান ? তবে যুক্তি উপস্থাপনের পূর্বে নীচের আয়াত ও হাদীস সমুহ বুঝে বুঝে পড়ার অনুরোধ করলাম। ## সুরা তাওবা : ৩১। সুরা নিসা : ৫৯, ৬৫। সুরা নুর : ৬৩। সুরা আরাফ : ৩। সুরা আনকাবুত : ৫১। সুরা আনআম : ১২১। বুখারী, কিতাবুল ইতেসাম, হা/ ৭৩৫২; কিতাবুল উমরা, হা/ ১৭৮৫। মুসলিম, কিতাবুল হাজ, হা/ ১২১৬; কিতাবুল আকজিয়া, হা/ ১৭১৬। ইবনু আবেদিন, ফিল হাশিয়া, ১/ ৬৩। রাসমুল মুফতি, ১/ ৪। ইমাম ফুলানি, ইকাজুল হুমাম, পৃ : ৬২। শরহে হেদায়া, ইমাম ইবনে আশ শাহনা। ইমাম ইবনু আবদেল বার, আল ইনতিফা, পৃ : ১৪৫। ইবনুল কাইয়েম, ইলামুল মুআক্কিয়িন, ২/ ৩০৯। বিহরুর রায়েক, ৬/ ২৯৩। মিযান, ইমাম শারানী, ১/ ৫৫। আত তারিখ, ইবনুল মুইন, ৬ খন্ড। ইমাম আবুল হাসানাত, আন নাফেঊল কাবীর, পৃ : ১৩৫। ইবনু আব্দেল বার , আল জামে', ২/ ৩২। উসুলুল আহকাম, ইবনু হাজাম, ৬/ ১৪৯। ইবনুল হাদী, ইরশাদুস সালেক, ১/ ২২৭। মাসায়েলে ইমাম আহমাদ, পৃ: ২৭৬। আল জারহু ওয়াত তাদিল, ইবনু আবি হাতিম, মুকাদ্দামা পৃ: ৩১- ৩২।We are muslim - আমরা মুসলিম
বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
আল্লাহ আমাকে এবং আপনাদের কে সঠিক পথে পরিচালিত করুক
About the Author
Simplest
Hello, I'm Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nunc consectetur nulla id metus consequat convallis. Praesent fringilla nulla eget elit bibendum dictum.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন