সোমবার, ৭ এপ্রিল, ২০১৪

আমি আর লালসালু


কয়দিন আগে খান জাহান আলীর মাজার থেকে একটা লোক আইছে আমার দোকানে, পড়নে লাল রঙয়ের পীড়ন, দেখে যেন মনে হলো একটা লাল সালু আমার সামনে, জটানো চুল তা ও আবার দড়ির মত পাকানো, প্যাঁচ প্যাঁচ, দেখেই মনে হলো গোসল করেনা এই গরমের ভিতর ছয় মাস হবে, হাতে আবার লাল লাল সুতাও দেহি :D 
আইয়া আমারে কয়_____
লোকটা- দে বাবা খান জাহান আলীর মাজার থেইকা আইছি, মাজারে কিছু দে...
আমি - o.O এমন কইরা তাকাইলাম
লোকটা- আমারা দিকে পটকিয়ে তাকিয়ে আছে আর বলল
দে বাবা রে কিছু দে............।। আমি - কে কার বাবা একটু খুইল্লা কন তো.........। লোকটা- কিছু ক্ষণ চুপ থেকে কয়, মাজারে কিছু দে.........।। আমিঃ পিস টিভির আলেম কইছে মাজার ফারসি শব্দ , বাংলায় এটাকে কবর বলে!! আমি কবরে কি দিতাম কন, কবরের ভিতরের লোক ত দুনিয়ার কিছু খেতে পারেনা, পড়তেও পারেনা। দিয়া কি হইব কন??? লোকটা- তুই জানিস না আল্লাহ্‌র অলীরা মরেনা......!!! উনি জীবিত আমি- যদি জীবিত ই হবে তবে উনি কবরে কেন, আমি তো জানি কবরে কোন জীবিত মানুষ থাকতে পারেনা, যেই অন্ধকার কবরের ভিতর!! জীবিত মানুষ কি এই ছোট্ট জায়গায় থাকতে পারে হুহ লোকটা- ওনাদের মোজেজা আছে আমি- আপনি বলেন কি আদম (আঃ) থেকে শুরু করে আমাদের শেষ নবী (সঃ) সকল নবী রাসুল ই মারা গেছেন, এবং তারা কেউ আখিরাতের আগ পর্যন্ত জিবীত হতে পারবেনা, এবং কি কোন মোজেজাও দেখাতে পারবেন না; তবে উনি কি করে মোজেজা দেখাতে পারে!! লোকটা- তুই কিছু দিবি না আমি- না দিমু না। আছরের সলাত পড়ছেন?? লোকটা- তোরে কমু কে আমি- আপনি তো মুসলিম তাই না ? লোকটা- হ আমি- হেইল্লেইগাই কইবেন, না পড়লে পইড়া আসেন, ডান দিকে মসজিদ আছে লোকটা- দাঁত কিরমিরাই তাছে, আর ভাব ধরতাছে যেন আমায় খেয়ে ফেলবে...। আমি- কি দরকার ভাই বাড়ি-ঘর থুইয়া আপনি এই হালে ঢাকার শহরের দোকানে দোকানে ঘুড়েন। বউ পোলাপাইন আপনারে কিছু কয় না??? লোকটা বিড়বিড় কইরা কিছু একটা কইতে কইতে চইলা গেল আর ওর চইলা জাওয়া দেইখা আমার হাতটা চুলচুল করেতে ছিল, যদি ওর লালসালু টা খুইলা রাখতে পারতাম, তবে ওর ভণ্ডামীর বাবসা টা কম হইত 
আমি - কে কার বাবা একটু খুইল্লা কন তো.........।
লোকটা- কিছু ক্ষণ চুপ থেকে কয়, মাজারে কিছু দে.........।।
আমিঃ পিস টিভির আলেম কইছে মাজার ফারসি শব্দ , বাংলায় এটাকে কবর বলে!! আমি কবরে কি দিতাম কন, কবরের ভিতরের লোক ত দুনিয়ার কিছু খেতে পারেনা, পড়তেও পারেনা। দিয়া কি হইব কন???
লোকটা- তুই জানিস না আল্লাহ্‌র অলীরা মরেনা......!!! উনি জীবিত
আমি- যদি জীবিত ই হবে তবে উনি কবরে কেন, আমি তো জানি কবরে কোন জীবিত মানুষ থাকতে পারেনা, যেই অন্ধকার কবরের ভিতর!! জীবিত মানুষ কি এই ছোট্ট জায়গায় থাকতে পারে হুহ
লোকটা- ওনাদের মোজেজা আছে
আমি- আপনি বলেন কি আদম (আঃ) থেকে শুরু করে আমাদের শেষ নবী (সঃ) সকল নবী রাসুল ই মারা গেছেন, এবং তারা কেউ আখিরাতের আগ পর্যন্ত জিবীত হতে পারবেনা, এবং কি কোন মোজেজাও দেখাতে পারবেন না; তবে উনি কি করে মোজেজা দেখাতে পারে!!
লোকটা- তুই কিছু দিবি না
আমি- না দিমু না। আছরের সলাত পড়ছেন??
লোকটা- তোরে কমু কে
আমি- আপনি তো মুসলিম তাই না ?
লোকটা- হ
আমি- হেইল্লেইগাই কইবেন, না পড়লে পইড়া আসেন, ডান দিকে মসজিদ আছে
লোকটা- দাঁত কিরমিরাই তাছে, আর ভাব ধরতাছে যেন আমায় খেয়ে ফেলবে...।
আমি- কি দরকার ভাই বাড়ি-ঘর থুইয়া আপনি এই হালে ঢাকার শহরের দোকানে দোকানে ঘুড়েন। বউ পোলাপাইন আপনারে কিছু কয় না???
লোকটা বিড়বিড় কইরা কিছু একটা কইতে কইতে চইলা গেল

আর ওর চইলা জাওয়া দেইখা আমার হাতটা চুলচুল করেতে ছিল, যদি ওর লালসালু টা খুইলা রাখতে পারতাম, তবে ওর ভণ্ডামীর বাবসা টা কম হইত!!!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন